মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৬৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) বলিলেনঃ এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে আগমন করিবে, যে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। ইহার পরেই আবু বকর (রাঃ) আগমন করিলেন। অতঃপর তিনি বলিলেন, তোমাদের সম্মুখে আরেক ব্যক্তি আগমন করিবে, যে বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত। এইবার ওমর (রাঃ) আসিয়া প্রবেশ করিলেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب المناقب
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» . فَاطَّلَعَ أَبُو بَكْرٍ ثُمَّ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ» فَاطَّلَعَ عُمَرُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান