মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৭৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৯। হযরত আবু সাহ্লা (রাঃ) বলেন, হযরত ওসমান যেই সময় গৃহবন্দী অবস্থায় ছিলেন, তখন তিনি আমাকে বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার প্রতি একটি বিশেষ অসিয়ত করিয়াছেন, অতএব, আমি উক্ত অসিয়তের উপর ধৈর্যধারণ করিব। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।
كتاب المناقب
وَعَنْ أَبِي سَهْلَةَ قَالَ: قَالَ لِي عُثْمَانُ يَوْمَ الدَّارِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَهِدَ إِلَيَّ عَهْدًا وَأَنَا صَابِرٌ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর অসিয়ত এই ছিল, হযরত ওসমান যেন কাহারও চাপের মুখে খেলাফতের দায়িত্ব পরিত্যাগ না করেন এবং যুলম ও নির্যাতনে পূর্ণ ধৈর্যধারণ করেন। তিনি সেই অসিয়ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পালন করিয়াছেন।