মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৮৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৮। হযরত যিরর ইবনে হোবাইশ (রাঃ) বলেন, একদা হযরত আলী রাযিআল্লাহু আন্হু বলিয়াছেন, সেই মহান যাতে পাকের কসম। যিনি বীজ ফাটাইয়া অঙ্কুর বাহির করেন এবং বীর্য হইতে প্রাণী সৃষ্টি করেন, নাবীয়ে উম্মী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই অসিয়ত করিয়াছেন যে, মু'মিনই আমাকে মহব্বত করিবে এবং মুনাফেকই আমার প্রতি হিংসা পোষণ করিবে। -মুসলিম
كتاب المناقب
وَعَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ: أَنْ لَا يُحِبَّنِي إِلَّا مؤمنٌ وَلَا بيغضني إِلَّا مُنَافِق. رَوَاهُ مُسلم