মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৯০
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯০। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ আলী আমার হইতে আর আমি আলী হইতে। আর সে প্রত্যেক মু'মিনের বন্ধু। —তিরমিযী
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ عَلِيًّا مِنِّي وَأَنَا مِنْهُ وَهُوَ وَلِيُّ كُلِّ مُؤْمِنٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

“আলী আমার হইতে”—এই কথাটির তাৎপর্য হইল, প্রথমত সে আমার আহলে বায়ত, দ্বিতীয়ত আমার জামাতা, তৃতীয়ত সর্বাগ্রের মুসলমান এবং আমার প্রতি তাহার অগাধ মহব্বত ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বিদ্যমান রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান