মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৯৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৪। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী (ﷺ)-এর সম্মুখে (খাওয়ার জন্য) একটি (ভুনা) পাখী রাখা ছিল। (যাহা জনৈক আনসারী মহিলা হাদিয়াস্বরূপ পাঠাইয়াছিলেন।) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) দো'আ করিলেন, ইয়া আল্লাহ্! তোমার মাখলুকের মধ্যে যেই লোকটি তোমার কাছে অধিকতর প্রিয়, তাহাকে তুমি পাঠাইয়া দাও, যেন সে আমার সহিত এই পাখীটি (-র গোশত) খাইতে পারে। ইহার পর পরই হযরত আলী আসিলেন এবং তাঁহার সহিত খাইলেন। —তিরমিযী, তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَيْرٌ فَقَالَ: «اللَّهُمَّ ائْتِنِي بِأَحَبِّ خَلْقِكَ إِلَيْكَ يَأْكُلُ مَعِي هَذَا الطَّيْرَ» فجَاء عَلِيٌّ فَأَكَلَ مَعَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
এইখানে أحب خلقك (তোমার কাছে সবচাইতে প্রিয়) দ্বারা আহলে বাইতের মধ্যে প্রিয় লোক বুঝান হইয়াছে। কেননা, আহারের সময় সাধারণত পরিবারের মধ্যে প্রিয় ব্যক্তির উপস্থিতি কামনা করা হয়। তবে ইবনে জওযী বলিয়াছেন, হাদীসটি মাওযু, আর হাকেম বলিয়াছেন, যঈফ।