মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১২১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২১। হযরত যুবায়র (রাঃ) বলেন, ওহুদ যুদ্ধের দিন নবী (ﷺ)-এর গায়ে দুইটি লৌহ-বর্ম ছিল। (শত্রু সৈন্যদের অবস্থা দেখিবার জন্য) তিনি একখানা পাথরের উপর উঠিতে চাহিলেন, কিন্তু (বর্মের ভারী ওজনের দরুন) উঠিতে পারিতেছিলেন না। তখন হযরত তালহা (রাঃ) হুযুরের নীচে বসিয়া গেলেন। এমন কি নবী (ﷺ) তাঁহার উপরে ভর করিয়া পাথরটির উপরে উঠিলেন। (বর্ণনাকারী বলেন,) তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তালহা নিজের জন্য (বেহেশত) ওয়াজিব করিয়া লইয়াছে। তিরমিযী
كتاب المناقب
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: كَانَ عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى الصَّخْرَةِ فَلَمْ يَسْتَطِعْ فَقَعَدَ طَلْحَةُ تَحْتَهُ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَوْجَبَ طَلْحَةُ» . رَوَاهُ التِّرْمِذِيّ