মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৭২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) হাসান ইবনে আলীকে নিজের কাঁধের উপর বসাইয়া রাখিয়াছিলেন। তখন এক ব্যক্তি বলিয়া উঠিল, হে বালক! কত উত্তম সওয়ারীতেই না তুমি আরোহণ করিয়াছ? তখন নবী (ﷺ) বলিলেন আরে আরোহীও তো উত্তম বটে। — তিরমিযী
كتاب المناقب
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلًا الْحَسَنَ بْنَ عليٍّ على عَاتِقه فَقَالَ رَجُلٌ: نِعْمَ الْمَرْكَبُ رَكِبْتَ يَا غُلَامُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَنِعْمَ الرَّاكِبُ هُوَ» . رَوَاهُ التِّرْمِذِيّ