মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৮৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৮৩। হযরত আবু যর গিফারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি কা'বা শরীফের দরওয়াজ ধরিয়া বলিলেন, আমি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছি, সাবধান। আমার আহলে বায়ত হইল তোমাদের জন্য নূহ (আঃ)-এর নৌকার ন্যায়। যে উহাতে আরোহণ করিবে, সে রক্ষা পাইবে। আর যে উহা হইতে পশ্চাতে থাকিবে, সে ধ্বংস হইবে। —আহমদ
كتاب المناقب
وَعَن أبي ذرٍ أَنَّهُ قَالَ وَهُوَ آخِذٌ بِبَابِ الْكَعْبَةِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا إِنَّ مِثْلَ أَهْلِ بَيْتِي فِيكُمْ مِثْلُ سَفِينَةِ نُوحٍ مَنْ رَكِبَهَا نَجَا وَمَنْ تَخَلَّفَ عَنْهَا هلك» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান