মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৯৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৩। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, মক্কা বিজয়ের পর একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ফাতেমাকে নিজের কাছে ডাকিয়া নিয়া চুপে চুপে কিছু কথা বলিলেন। তাহা শুনিয়া ফাতেমা কাঁদিয়া দিলেন। অতঃপর তিনি পুনরায় তাহার সাথে কথা বলিলেন। এইবার ফাতেমা হাসিয়া দিলেন। (উম্মে সালামা বলেন,) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাতের পর আমি ফাতেমাকে (ঐদিন) কাঁদিবার এবং হাসিবার কারণ জিজ্ঞাসা করিলাম। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিয়াছেন, অচিরেই তিনি ইনতেকাল করিবেন, ইহা শুনিয়া আমি কাঁদিয়াছি। তারপর তিনি আমাকে বলিলেন, আমি মারইয়াম বিনতে এমরান ব্যতীত জান্নাতী সমস্ত নারীদের সরদার হইব! ইহা শুনিয়া আমি হাসিয়াছি। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ عَامَ الْفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا وَضَحِكِهَا. قَالَتْ: أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِلَّا مَرْيَمَ بِنْتَ عِمْرَانَ فَضَحِكْتُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান