মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৯৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৯৭। হযরত হোযায়ফা (রাঃ) বলেন, গাম্ভীর্য, চাল-চলন এবং পথ চলার ক্ষেত্রে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অধিকতর সদৃশ ছিলেন ইবনে উম্মে আব্দ (অর্থাৎ, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ) ঘর হইতে বাহির হওয়ার পর পুনরায় গৃহে প্রত্যাবর্তন করা পর্যন্ত। তবে যখন তিনি গৃহের অভ্যন্তরে একাকী থাকিতেন, তখন কি অবস্থায় থাকিতেন, তাহা আমাদের জানা নাই। বুখারী
كتاب المناقب
وَعَن حذيفةَ قَالَ: إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلًّا وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَابْنُ أم عبدٍ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يرجع إِلَيْهِ لَا تَدْرِي مَا يصنع أَهله إِذا خلا. رَوَاهُ البُخَارِيّ