মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২০১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আমাকে বেহেশত দেখান হয় (মে'রাজে অথবা স্বপ্নে,) তথায় আমি আবু তালহার স্ত্রীকে দেখিয়াছি। আর আমি (জান্নাতে) আমার সম্মুখে কাহারও (চলার) পায়ের শব্দ শুনিতে পাই। হঠাৎ দেখি যে, সে বেলাল (রাঃ)। মুসলিম
كتاب المناقب
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُرِيْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ وَسَمِعْتُ خَشْخَشَةً أَمَامِي فَإِذَا بِلَالٌ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
আবু তালহার স্ত্রী হযরত আনাসের মাতা উম্মে সুলাইম। আনাসের পিতা “মালেক”-এর মৃত্যুর পর আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করেন।