মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২০৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০৩। হযরত আবু মুসা (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে লক্ষ্য করিয়া বলিয়াছেন হে আবু মুসা। তোমাকে দাউদের কণ্ঠস্বর দান করা হইয়াছে।
-মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ أَبِي مُوسَى أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا أَبَا مُوسَى لَقَدْ أُعْطِيْتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آل دَاوُد» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত দাঊদ (আঃ)-এর কণ্ঠস্বর ছিল অতি সুমধুর। যাহার আকর্ষণে কালামে পাক তেলাওয়াত করার সময় তাঁহার কাছে পশু-পাখী পর্যন্ত জড় হইয়া যাইত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান