মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২০৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০৬। হযরত জাবের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলিতে শুনিয়াছি, সা'দ ইবনে মুআযের মৃত্যুতে আরশ নড়িয়া উঠিয়াছিল। অপর এক রেওয়ায়তে আছে, সা'দ ইবনে মুআযের মৃত্যুতে রহমানের আরশ কাপিয়া উঠিয়াছিল। মোত্তা
كتاب المناقب
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اهْتَزَّ الْعَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ» وَفِي رِوَايَةٍ: «اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بن معَاذ» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, হযরত সা'দের আত্মার আগমনে আল্লাহর আরশ বা আরশের বাহক ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান