মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২০৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০৮। হযরত উম্মে সুলাইম (রাঃ) বলেন, একদা তিনি [রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট আসিয়া] বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আপনার খাদেম আনাসের জন্য আল্লাহর কাছে দো'আ করুন। তখন তিনি এইভাবে দোআ করিলেন, হে আল্লাহ্! তাহার ধন ও সন্তান বৃদ্ধি করিয়া দাও। আর তুমি তাহাকে যাহাকিছু দান করিবে উহাতে বরকত প্রদান কর। হযরত আনাস বলেন,আল্লাহর কসম। আমার মাল-সম্পদ প্রচুর এবং আমার সন্তান-সন্তুতির সংখ্যা আজ প্রায় এক শত অতিক্রম করিয়াছে। মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ أُمِّ سُلَيْمٍ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ: «اللهمَّ أَكثر مَاله وَولده وَبَارك فِيمَا أَعْطيته» قَالَ أنس: فو الله إِنَّ مَالِي لَكَثِيرٌ وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ الْمِائَةِ الْيَوْمَ. مُتَّفَقٌ عَلَيْهِ