মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২১২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২১২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম, ঠিক এমন সময় সূরা জুমুআ নাযিল হইল। (উক্ত সুরার মধ্যে) যখন এই আয়াত নাযিল হয়, وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ (আর তাহাদের মধ্যে এমন কিছু লোক রহিয়াছে যাহারা এ যাবত তাহাদের সাথে মিলিত হয় নাই), তখন লোকেরা জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্। তাহারা কাহারা ? বর্ণনাকারী আবু হোরায়রা বলেন, সেই সময় আমাদের মাঝে হযরত সালমান ফারেসী উপস্থিত ছিলেন। তিনি বলেন, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারেসীর গায়ে হাত রাখিয়া বলিলেন যদি ঈমান ধ্রুব তারকার কাছেও থাকে, এই সমস্ত লোকদের কতিপয় ব্যক্তি নিশ্চয় তথা হইতে উহাকে হাসিল করিবে। মোত্তা
كتاب المناقب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ نَزَلَتْ سُورَةُ الْجُمُعَةِ فَلَمَّا نَزَلَتْ [وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يلْحقُوا بهم] قَالُوا: مَنْ هَؤُلَاءِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: وَفِينَا سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ: فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى سَلْمَانَ ثُمَّ قَالَ: «لَوْ كَانَ الْإِيمَانُ عِنْدَ الثُّرَيَّا لَنَالَهُ رجالٌ من هَؤُلَاءِ» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত সালমান ফারেসী ছিলেন অনারব আজমী। সম্ভবত নবী (ﷺ) সেইসমস্ত আজমী তাবেয়ীদের দিকে ইংগিত করিয়াছেন। সাহাবীদের অধিকাংশ সংখ্যক আরবী হইলেও প্রকৃতপক্ষে অধিকাংশ তাবেয়ী, ইমাম, মুজতাহিদ ও ফকীহ্ প্রভৃতি অনারব আজমী ছিলেন। বিশেষ করিয়া এই প্রসঙ্গে ইমামে আযম আবু হানীফার নাম উল্লেখ করা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান