মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২১৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২১৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এই সময় তিনি ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করিবে, সে নিরাপদ আর যেই ব্যক্তি অস্ত্র ফেলিয়া দিবে, সেও নিরাপদ। তখন আনসারগণ [রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর প্রতি ইংগিত করিয়া] বলিতে লাগিল, লোকটির মধ্যে আপন আত্মীয়-স্বজনের মায়া ও স্বীয় জন্মস্থানের প্রতি আকর্ষণ দেখা দিয়াছে। এমন সময় আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করিলেন। (এবং তাহাদের উক্তি জানাইয়া দিলেন।) অতঃপর রাসুলুল্লাহ্ (ছাঃ) বলিলেন: তোমরা তো আমার সম্পর্কে এইরূপ মন্তব্য করিয়াছ যে, লোকটিকে আত্মীয়-স্বজন ও জন্মভূমির মায়া অভিভূত করিয়া ফেলিয়াছে। কখনও নহে। নিশ্চয় আমি আল্লাহর বান্দা ও তাহার রাসুল। আমি আল্লাহর রাস্তায় এবং তোমাদের দিকে হিজরত করিয়াছি। তোমাদের মধ্যেই আমার জীবন আর তোমাদের মধ্যেই আমার মরণ। এই কথা শুনিয়া তাহারা বলিল, আল্লাহর কসম। আমরা উক্ত কথাটি শুধুমাত্র আল্লাহ ও তাহার রাসুলের ব্যাপারে নিজ কার্পণ্য হিসাবে বলিয়াছি। (অর্থাৎ, যেই নেয়ামত আমরা আমাদের মাঝে পাইয়াছি, উহা হইতে যেন আমরা কোন দিনই বঞ্চিত না হই।) তখন রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিলেন, আল্লাহ্ ও তাঁহার রাসূল তোমাদের সত্যবাদিতা গ্রহণ করিয়াছেন এবং তোমাদের ওযর কবুল করিয়াছেন। -মুসলিম
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ: «مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَلْقَى السِّلَاحَ فَهُوَ آمِنٌ» . فَقَالَتِ الْأَنْصَارُ: أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ. وَنَزَلَ الْوَحْيُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قُلْتُمْ أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ كَلَّا إِنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ هَاجَرْتُ إِلَى الله وإليكم فالمحيا مَحْيَاكُمْ وَالْمَمَاتُ مَمَاتُكُمْ» قَالُوا: وَاللَّهِ مَا قُلْنَا إِلَّا ضِنًّا بِاللَّهِ وَرَسُولِهِ. قَالَ: «فَإِنَّ اللَّهَ وَرَسُوله يصدقانكم ويعذرانكم» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান