মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৫৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্মুখে আজমী (অনারব) লোকদের আলোচনা উঠিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমাদের অথবা বলিলেন, তোমাদের কিছুসংখ্যক অপেক্ষা সেই আজমীগণ অথবা বলিলেন, তাহাদের কতিপয় লোক আমার নিকট অধিক নির্ভরযোগ্য।—তিরমিযী
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: ذُكِرَتِ الْأَعَاجِمُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَأَنَا بِهِمْ أَوْ بِبَعْضِهِمْ أَوْثَقُ مِنِّي بِكُمْ أَوْ بِبَعْضِكُمْ رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

বাহ্যিক অর্থে বুঝা যায়, আরবদের উপর আজমীদের মর্যাদা দেওয়া হইয়াছে। বস্তুত এখানে নির্দিষ্ট গোত্রকে লক্ষ্য করিয়া নবী (ﷺ) উক্ত কথাটি বলিয়াছেন। নতুবা সার্বিকভাবে আজমীদের উপর আরবীদের মর্যাদা অনস্বীকার্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান