মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৫৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৭। হযরত আবু ওবায়দা (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)কে (খালেদ সম্পর্কে) বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, খালেদ হইল মহাপরাক্রমশালী আল্লাহর তলোয়ারসমূহের একখানি তলোয়ার এবং সে তাহার স্বীয় বংশের একজন উত্তম নওজোয়ান। —উক্ত হাদীস দুইটি আহমদ রেওয়ায়ত করিয়াছেন।
كتاب المناقب
وَعَن أبي عُبَيدةَ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَالِدٌ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَنِعْمَ فَتَى الْعَشِيرَةِ» . رَوَاهُمَا أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান