মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৬২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৬২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে এক জায়গায় মনযিল করিলাম। তখন লোকজন (সম্মুখ দিয়া) যাতায়াত করিতেছিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) (এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, হে আবু হোরায়রা! এই ব্যক্তি কে? আমি বলিলাম, অমুক। তখন তিনি বলিলেনঃ আল্লাহর এই বান্দা খুবই ভাল লোক। আরেক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, এই লোকটি কে? বলিলাম, অমুক। তখন তিনি বলিলেন, আল্লাহর এই বান্দা খুবই মন্দ। এমন সময় খালেদ ইবনে ওলীদ অতিক্রম করিলেন। নবী (ﷺ) জিজ্ঞাসা করিলেন, এই লোকটি কে? আমি বলিলাম, খালেদ ইবনে ওলীদ। তখন তিনি বলিলেন, আল্লাহর বান্দা খালেদ ইবনে ওলীদ খুবই চমৎকার লোক। ইনি আল্লাহর তলোয়ারসমূহের মধ্য হইতে একখানা তলোয়ার ।— তিরমিযী
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: نَزَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا فَجَعَلَ النَّاسُ يَمُرُّونَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ هَذَا يَا أَبَا هُرَيْرَةَ؟» فَأَقُولُ: فُلَانٌ. فَيَقُولُ: «نِعْمَ عَبْدُ اللَّهِ هَذَا» وَيَقُولُ: «مَنْ هَذَا؟» فَأَقُولُ: فُلَانٌ. فَيَقُولُ: «بِئْسَ عَبْدُ اللَّهِ هَذَا» حَتَّى مَرَّ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَقَالَ: «مَنْ هَذَا؟» فَقُلْتُ: خَالِدُ بْنُ الْوَلِيدِ. فَقَالَ: «نِعْمَ عَبْدُ اللَّهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ سَيْفٌ مِنْ سيوف الله» رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের ভাষ্য হইতে বুঝা যাইতেছে, নবী (ﷺ) ছিলেন তাঁবুর ভিতরে এবং আবু হোরায়রা ছিলেন তাঁবুর বাহিরে। নতুবা খালেদ ইবনুল ওলীদ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে অপরিচিত ছিলেন না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান