আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৮. জামাআতে নামায পড়া

হাদীস নং: ৩১২
জামাআতে নামায পড়া
৯. এক কাপড়ে নামায পড়ার অনুমতি
রেওয়ায়ত ৩২. মালিক (রাহঃ) বলেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, জাবির ইন আব্দুল্লাহ (রাযিঃ) এককাপড়ে নামায পড়িতেন।
كتاب صلاة الجماعة
بَاب الرُّخْصَةِ فِي الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ كَانَ يُصَلِّي فِي الثَّوْبِ الْوَاحِدِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান