আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৪৫
 সফরাবস্থায় নামায কসর পড়া
৮. সালাতুয যুহা [চাশত ও ইশরাকের নামায]
রেওয়ায়ত ২৭. আকীল ইবনে আবি তালিব (রাযিঃ)-এর মাওলা আবু মুররা (রাহঃ) হইতে বর্ণিত আছে যে, উম্মে হানী বিনতে আবি তালিব (রাযিঃ) আবু মুররার নিকট বর্ণনা করিয়াছেন যে, মক্কা বিজয়ের বৎসর রাসূলুল্লাহ (ﷺ) আট রাক'আত নামায পড়িয়াছেন। তখন তাহার পরিধানে (সর্বাঙ্গে জড়ানো অবস্থায়) একটি মাত্র কাপড় ছিল।
كتاب قصر الصلاة فى السفر
بَاب صَلَاةِ الضُّحَى
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَامَ الْفَتْحِ ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ
বর্ণনাকারী: