আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৯. সফরাবস্থায় নামায কসর পড়া

হাদীস নং: ৩৮১
সফরাবস্থায় নামায কসর পড়া
২০. প্রয়োজনবশত নামাযে অন্যদিকে দেখা এবং দসতক বা তালি দেওয়া
রেওয়ায়ত ৬৩. আবু জাফর কারী (রাহঃ) বলেনঃ (এমনও হইত) আমি নামায পড়িতেছি, আর আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) আমার পশ্চাতে (আসিয়া দাঁড়াইয়াছেন), অথচ আমি খবর রাখি না। পরে আমি ফিরিয়া দেখিলে তিনি আমাকে ইশারা করিলেন (আমাকে ইঙ্গিতে ফিরিয়া না দেখিতে বলিলেন।)
كتاب قصر الصلاة فى السفر
بَاب الْالْتِفَاتِ وَالتَّصْفِيقِ عِنْدَ الْحَاجَةِ فِي الصَّلَاةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي جَعْفَرٍ الْقَارِئِ أَنَّهُ قَالَ كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَرَائِي وَلَا أَشْعُرُ بِهِ فَالْتَفَتُّ فَغَمَزَنِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান