আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৮৩
সফরাবস্থায় নামায কসর পড়া
২১. ইমামকে রুকুতে পাইলে কী করিবে
রেওয়ায়ত ৬৫. মালিক (রাহঃ) বলেনঃ তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) রুকূতে আস্তে আস্তে হ্যাঁটিতেন।
كتاب قصر الصلاة فى السفر
بَاب مَا يَفْعَلُ مَنْ جَاءَ وَالْإِمَامُ رَاكِعٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، كَانَ يَدِبُّ رَاكِعًا
বর্ণনাকারী: