আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৪. নামাযে ক্বিবলা প্রসঙ্গ

হাদীস নং: ৪৪২
নামাযে ক্বিবলা প্রসঙ্গ
১. শৌচকার্যে গমন করিলে তখন কিবলাকে সামনে রাখা নিষেধ
রেওয়ায়ত ২. জনৈক আনসার সাহাবী (রাযিঃ) হইতে বর্ণিত, শৌচকার্যের সময় কিবলাকে সামনে করিয়া বসিতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে নিষেধ করিয়াছেন।
كتاب القبلة
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ وَالْإِنْسَانُ عَلَى حَاجَتِهِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: