আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৫৩০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৯. জানাযার নামাযের বিবিধ আহকাম
রেওয়ায়ত ২৫. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত- আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) যখন জানাযার নামায পড়িতেন, তখন (নামাযান্তে) পার্শ্ববর্তী লোকে শুনে এইভাবে উচ্চঃস্বরে সালাম ফিরাইতেন।
كتاب الجنائز
بَاب جَامِعِ الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا صَلَّى عَلَى الْجَنَائِزِ يُسَلِّمُ حَتَّى يُسْمِعَ مَنْ يَلِيهِ
বর্ণনাকারী: