আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৮. রোযার অধ্যায়

হাদীস নং: ৬৪৮
রোযার অধ্যায়
১০. রোযাদারের সিঙ্গি লাগান প্রসঙ্গ
রেওয়ায়ত ৩০. নাফি’ (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) সিঙ্গি লাগাইতেন অথচ তিনি রোযাদার। তিনি বলেনঃ অতঃপর তিনি উহা ছাড়িয়া দেন। তৎপর তিনি যখন রোযা রাখিতেন, ইফতার না করা পর্যন্ত সিঙ্গি* লাগাইতেন না।

* সিঙ্গি - শরীর হইতে রক্ত বাহির করার একটি যন্ত্র বিশেষ।
كتاب الصيام
بَاب مَا جَاءَ فِي حِجَامَةِ الصَّائِمِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ قَالَ ثُمَّ تَرَكَ ذَلِكَ بَعْدُ فَكَانَ إِذَا صَامَ لَمْ يَحْتَجِمْ حَتَّى يُفْطِرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: