আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৯. ইতিকাফের বর্ণনা

হাদীস নং: ৬৯১
ইতিকাফের বর্ণনা
৬. লাইলাতুল কদর-এর বর্ণনা
রেওয়ায়ত ১২. আব্দুল্লাহ ইবনে উনায়স জুহানী (রাযিঃ) হইতে বর্ণিত- তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে আরয করিলেনঃ আমি এমন এক ব্যক্তি যাহার বাড়ি অনেক দূরে অবস্থিত, তাই আমাকে আপনি একটি রাত বলিয়া দিন যে রাত্রে আমি (ইবাদতের জন্য এই মসজিদে) আগমন করিব। রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে বলিলেনঃ তুমি রমযানের তেইশে রাত্রে আগমন কর।
كتاب الاعتكاف
بَاب مَا جَاءَ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَحَدَّثَنِي زِيَاد عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُنَيْسٍ الْجُهَنِيَّ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ شَاسِعُ الدَّارِ فَمُرْنِي لَيْلَةً أَنْزِلُ لَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْزِلْ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৬৯১ | মুসলিম বাংলা