আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৭৫৪
হজ্ব - উমরার অধ্যায়
১৭. হজ্জের মাসসমূহে উমরা করা
রেওয়ায়ত ৫৯. হিশাম ইবনে উরওয়াহ্ (রাহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তিনবার উমরা করিয়াছেন। এক উমরা শাওয়ালে আর দুই উমরা যুলক্বদে।
كتاب الحج
بَاب الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَعْتَمِرْ إِلَّا ثَلَاثًا إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ وَاثْنَتَيْنِ فِي ذِي الْقَعْدَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৭৫৪ | মুসলিম বাংলা