আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৮১৬
হজ্ব - উমরার অধ্যায়
৩৮. ফজর ও আসরের পর তাওয়াফের নামায আদায় করা
রেওয়ায়ত ১২১. আবুয যুবায়র মক্কী (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-কে আসরের পর তাওয়াফ করিতে দেখিতে পাইলাম। তাওয়াফের পর হুজরায় চলিয়া গেলেন। জানি না সেখানে তিনি কি করিয়াছিলেন।*

* হুজরায় প্রবেশ করিয়া সেই সময় তাওয়াফের দুই রাকাআত নামায পড়িয়াছিলেন, না সূর্যাস্তের পরে পড়িয়াছিলেন তাহা জানা নাই।
كتاب الحج
بَاب الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ فِي الطَّوَافِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ أَنَّهُ قَالَ لَقَدْ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ يَطُوفُ بَعْدَ صَلَاةِ الْعَصْرِ ثُمَّ يَدْخُلُ حُجْرَتَهُ فَلَا أَدْرِي مَا يَصْنَعُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: