আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২২. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১০০৮
শপথ ও মান্নতের অধ্যায়
১. কোথাও হাটিয়া যাওয়ার মান্নত করা
রেওয়ায়ত ১. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন-সাদ ইবনে উবাদা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, আমার মাতার ইন্তিকাল হইয়া গিয়াছে। তিনি একটা মান্নত করিয়াছিলেন, কিন্তু পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। এখন কি করা যায়? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ তাহার তরফ হইতে তুমিই উহা আদায় করিয়া দাও।
كتاب النذور والأيمان
بَاب مَا يَجِبُ مِنْ النُّذُورِ فِي الْمَشْيِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ وَلَمْ تَقْضِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْضِهِ عَنْهَا