আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২২. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১০১১
শপথ ও মান্নতের অধ্যায়
২. বায়তুল্লাহ পর্যন্ত হ্যাঁটিয়া যাওয়ার মান্নত করা এবং পরে অক্ষম হওয়া
রেওয়ায়ত ৪. উরওয়াহ ইবনে উয়াইনী লাইসী (রাযিঃ) বর্ণনা করেন-আমার দাদী বায়তুল্লাহ পর্যন্ত হাটিয়া যাওয়ার মান্নত করিয়াছিলেন। তিনি যখন মান্নত পূরণ করিতে যাত্রা করেন আমিও তাহার সহিত চলিলাম। শেষে হ্যাঁটিতে হ্যাঁটিতে অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িলে তিনি স্বীয় গোলামকে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করিতে প্রেরণ করেন। আমিও তাহার সহিত গেলাম। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) জবাবে বলিলেনঃ এখন সে কিছুতে আরোহণ করিয়া যাক। পরে যে স্থান হইতে আরোহণ করিয়াছিল সেই স্থান হইতে পুনরায় তাহাকে হ্যাঁটিয়া যাইতে হইবে।
মালিক (রাহঃ) বলেনঃ ইহার সহিত এই ধরনের ব্যক্তিকে একটি কুরবানীও করিতে হইবে।
মালিক (রাহঃ) জ্ঞাত হইয়াছেন-সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) এবং আবু সালামা ইবনে আব্দুর রহমানও এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর মতো অভিমত ব্যক্ত করেন।
মালিক (রাহঃ) বলেনঃ ইহার সহিত এই ধরনের ব্যক্তিকে একটি কুরবানীও করিতে হইবে।
মালিক (রাহঃ) জ্ঞাত হইয়াছেন-সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) এবং আবু সালামা ইবনে আব্দুর রহমানও এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর মতো অভিমত ব্যক্ত করেন।
كتاب النذور والأيمان
بَاب مَا جَاءَ فِيمَنْ نَذَرَ مَشْيًا إِلَى بَيْتِ اللَّهِ فَعَجَزَ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عُرْوَةَ بْنِ أُذَيْنَةَ اللَّيْثِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ جَدَّةٍ لِي عَلَيْهَا مَشْيٌ إِلَى بَيْتِ اللَّهِ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَجَزَتْ فَأَرْسَلَتْ مَوْلًى لَهَا يَسْأَلُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَخَرَجْتُ مَعَهُ فَسَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُرْهَا فَلْتَرْكَبْ ثُمَّ لْتَمْشِ مِنْ حَيْثُ عَجَزَتْ قَالَ يَحْيَى وَسَمِعْت مَالِك يَقُولُ وَنَرَى عَلَيْهَا مَعَ ذَلِكَ الْهَدْيَ وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانَا يَقُولَانِ مِثْلَ قَوْلِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ