আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪২৮৬
আন্তর্জাতিক নং: ৪৬৪১
- কুরআনের তাফসীর অধ্যায়
২৩৮১. আল্লাহর বাণীঃ এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ল (৭ঃ ১৪৩) এ অধ্যায়ে আবু সাঈদ এবং আবু হুরায়রা (রাযিঃ) এর হাদীস বর্ণিত আছে নবী করীম (ﷺ) থেকে।
৪২৮৬। ইসহাক (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, ইসরাঈলীদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, ″নতশিরে প্রবেশ কর এবং বল, আমরা ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব।″ (৭: ১৬১) এরপর তারা তার বিপরীত করল, তারা নিজেদের নিতম্বে ভর দিয়ে মাটিতে বসে বসে প্রবেশ করল এবং বলল حَبَّةٌ فِي شَعَرَةٍ যবের মধ্যে বিচি চাই।
كتاب التفسير
باب قول الله تعالى: وخر موسى صعقا وفيه أبو سعيد وابو هريرة عن النبي ص
4641 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا، وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} [البقرة: 58] ، فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا: حَبَّةٌ فِي شَعَرَةٍ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)