আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক

হাদীস নং: ১৭০৯
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৩. ফিতরাত বা স্বভাব প্রসঙ্গ
রেওয়ায়ত ৪. সায়ীদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বলিয়াছেন, ইবরাহীম (আলাইহিস সালাম) সর্বপ্রথম মেহমানদারী করিয়াছেন, সর্বপ্রথম খাতনা করিয়াছেন, সর্বপ্রথম গোঁফ কাটিয়াছেন, আর সর্বপ্রথম সাদা চুল দেখিয়া বলিয়াছেন, ইয়া আল্লাহ, ইহা কি? আল্লাহ তাআলা বলিলেনঃ ইহা ইজ্জত ও সম্মান। ইবরাহীম (আলাইহিস সালাম) বলিলেনঃ হে প্রভু, আমার সম্মান বাড়াইয়া দাও।

মালিক (রাহঃ) বলেন, গোফ এমনভাবে কাটা উচিত যেন ঠোঁটের কিনারা দেখা যায়। একেবারে কামাইয়া ফেলিবে না।*
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي السُّنَّةِ فِي الْفِطْرَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ الشَّارِبَ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ يَا رَبِّ مَا هَذَا فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى وَقَارٌ يَا إِبْرَاهِيمُ فَقَالَ يَا رَبِّ زِدْنِي وَقَارًا قَالَ يَحْيَى وَسَمِعْت مَالِك يَقُولُ يُؤْخَذُ مِنْ الشَّارِبِ حَتَّى يَبْدُوَ طَرَفُ الشَّفَةِ وَهُوَ الْإِطَارُ وَلَا يَجُزُّهُ فَيُمَثِّلُ بِنَفْسِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান