আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
হাদীস নং: ১৭১৯
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৪. ইবনে শিহাব (রাহঃ)-এর বর্ণনা হইল যে, উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) ও সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) দাঁড়াইয়া পানি পান করাকে খারাপ মনে করিতেন না।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَا لَا يَرَيَانِ بِشُرْبِ الْإِنْسَانِ وَهُوَ قَائِمٌ بَأْسًا
বর্ণনাকারী: