আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫২. স্বপ্ন-তা'বীর সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৭৮৪
স্বপ্ন-তা'বীর সম্পর্কিত অধ্যায়
১. স্বপ্ন প্রসঙ্গ
রেওয়ায়ত ৫. উরওয়া ইবনে যুবাইর (রাহঃ) এই আয়াত সম্বন্ধে (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ) (তাহাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ রহিয়াছে) বলেন যে, ইহার অর্থ হইল ঐ সমস্ত ভাল স্বপ্ন, যাহা নেককার মানুষে দেখে কিংবা অপর কেহ তাহার সম্বন্ধে (বা তাহার জন্য) দেখে।
كتاب الرؤيا
بَاب مَا جَاءَ فِي الرُّؤْيَا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يَقُولُ فِي هَذِهِ الْآيَةِ لَهُمْ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ قَالَ هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ
বর্ণনাকারী: