আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৪. ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
হাদীস নং: ১৮০৭
ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
৫. কুকুর পালন প্রসঙ্গ
রেওয়ায়ত ১৩. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলাল্লাহু (ﷺ) বলিয়াছেন, যে ব্যক্তি শিকার অথবা খেত-খামারের হিফাজতের উদ্দেশ্য ব্যতীত কুকুর (অনর্থক) পালন করে তবে তাহার নেক আমল হইতে প্রতিদিন দুই কীরাত সমান ক্ষতি হইবে (কমিয়া যাইবে)।
كتاب الاستئذان
بَاب مَا جَاءَ فِي أَمْرِ الْكِلَابِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبًا ضَارِيًا أَوْ كَلْبَ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ