আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৬৪
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
৯. কয়েকজনের গুনাহের কারণে সকলের ভোগান্তি
রেওয়ায়ত ২৩. উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলিতেন, বিশেষ লোকের গুনাহের কারণে আল্লাহ তাআলা জনসাধারণকে আযাব দেন না। তবে পাপাচার যদি প্রকাশ্যে হইতে থাকে, তখন সকলেই আযাবের যোগ্য হয়।*
كتاب الكلام
بَاب مَا جَاءَ فِي عَذَابِ الْعَامَّةِ بِعَمَلِ الْخَاصَّةِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ كَانَ يُقَالُ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يُعَذِّبُ الْعَامَّةَ بِذَنْبِ الْخَاصَّةِ وَلَكِنْ إِذَا عُمِلَ الْمُنْكَرُ جِهَارًا اسْتَحَقُّوا الْعُقُوبَةَ كُلُّهُمْ
বর্ণনাকারী: