আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৩৬৮
আন্তর্জাতিক নং: ৪৭২৩
- কুরআনের তাফসীর অধ্যায়
২৪৪৬। আল্লাহ তাআলার বাণীঃ ولا تجهر بصلاتك ولا تخافت بها “নামাযে স্বর উঁচু করবেনা এবং অতিশয় ক্ষীণও করবেনা”। (১৭ঃ ১১০)।
৪৩৬৮। তালক ইবনে গাননাম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত,وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ এ আয়াতটি দু'আর ব্যপারে অবতীর্ণ হয়েছে।
كتاب التفسير
بَابُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]
4723 - حَدَّثَنِي طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «أُنْزِلَ ذَلِكَ فِي الدُّعَاءِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৩৬৮ | মুসলিম বাংলা