শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৩৫. মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ)...... আবুল মুহাযযিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা আবু হুরায়রা (রাযিঃ)-কে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে কোন জলাশয় বা পুকুরের নিকট দিয়ে অতিক্রম করে, সে কি তাতে পেশাব করতে পারবে ? তিনি বললেন, না। যেহেতু সেখান দিয়ে তার মুসলিম ভাই অতিক্রম করে। সে তা থেকে পান করতে এবং উযূ করতে পারে। আর তা যদি প্রবাহিত হয়, তাহলে সে তাতে ইচ্ছা করলে পেশাব করতে পারে।
كتاب الطهارة
باب الماء يقع فيه النجاسة
35 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، قَالَ: سَأَلْنَا أَبَا هُرَيْرَةَ عَنِ الرَّجُلِ يَمُرُّ بِالْغَدِيرِ، أَيَبُولُ فِيهِ؟ قَالَ: «لَا , فَإِنَّهُ يَمُرُّ بِهِ أَخُوهُ الْمُسْلِمُ فَيَشْرَبُ مِنْهُ وَيَتَوَضَّأُ , وَإِنْ كَانَ جَارِيًا فَلْيَبُلْ فِيهِ إِنْ شَاءَ» .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৫ | মুসলিম বাংলা