শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫২
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৫২. আবু বাকরা (রাহঃ)....... মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : বিড়ালের উচ্ছিষ্ট ভাসিয়ে দেয়া হবে এবং পাত্রকে একবার বা দুইবার ধৌত করা হবে।
উত্তরে তাকে বলা হবে যে, এই হাদীসে এমন কিছু নেই, যা কুররা (রাহঃ)-এর রিওয়ায়াত নাকচ হওয়াকে অপরিহার্য করে। যেহেতু মুহাম্মাদ ইব্ন সীরীন (রাহঃ) কখনও আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীস মাউকুফ হিসাবে বর্ণনা করেন। আর যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, এটি কি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে ? তখন তিনি তা মারফূ-হিসাবে বর্ণনা করতেন। (তিনি যে এমনটি করতেন)
উত্তরে তাকে বলা হবে যে, এই হাদীসে এমন কিছু নেই, যা কুররা (রাহঃ)-এর রিওয়ায়াত নাকচ হওয়াকে অপরিহার্য করে। যেহেতু মুহাম্মাদ ইব্ন সীরীন (রাহঃ) কখনও আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীস মাউকুফ হিসাবে বর্ণনা করেন। আর যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, এটি কি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে ? তখন তিনি তা মারফূ-হিসাবে বর্ণনা করতেন। (তিনি যে এমনটি করতেন)
كتاب الطهارة
باب سؤر الهر
52 -فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّ هِشَامَ بْنَ حَسَّانَ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ فَلَمْ يَرْفَعْهُ وَذَكَرَ فِي ذَلِكَ مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «سُؤْرُ الْهِرَّةِ يُهْرَاقُ، وَيُغْسَلُ الْإِنَاءُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ» . قِيلَ لَهُ: لَيْسَ فِي هَذَا مَا يَجِبُ بِهِ فَسَادُ حَدِيثِ قُرَّةَ؛ لِأَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ قَدْ كَانَ يَفْعَلُ هَذَا فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ يُوقِفُهَا عَلَيْهِ , فَإِذَا سُئِلَ عَنْهَا: هَلْ هِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ رَفَعَهَا