শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৫৯.মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ)...... কাতাদা (রাহঃ) হাসান (রাহঃ) এবং সাঈদ ইবনুল মুসাইয়াব (রাহঃ) থেকে বিড়ালের পাত্রে মুখ দেয়া প্রসঙ্গে রিওয়ায়াত করেছেন। তাঁদের একজন বলেছেনঃ তা একবার ধৌত করবে। অপর জন বলেছেন : তা দুইবার ধৌত করবে।
كتاب الطهارة
باب سؤر الهر
59 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فِي السِّنَّوْرِ يَلِغُ فِي الْإِنَاءِ، قَالَ أَحَدُهُمَا: " يَغْسِلُهُ مَرَّةً. وَقَالَ الْآخَرُ: يَغْسِلُهُ مَرَّتَيْنِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৯ | মুসলিম বাংলা