শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১২৩
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৩.রবী' ইব্ন সুলায়মানুল মুয়াযযিন (রাহঃ)....... উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করতে দেখেছি।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
123 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا الضَّحَّاكُ بْنُ شُرَحْبِيلَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً»