শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৯
আন্তর্জাতিক নং: ১৩০
পবিত্রতা অর্জনের অধ্যায়
উযুতে মাথা মাসাহ্‌ ফরয হওয়া প্রসঙ্গে।
১২৯.ইব্ন মারযূক (রাহঃ) ……… তালহা ইব্ন মুসাররিফ (রাহঃ) তার পিতা-পিতামহ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-কে দেখেছি, তিনি মাথার সম্মুখভাগ মাসেহ করেছেন, এমনকি ঘাড়ের সম্মুখ ভাগ পর্যন্ত নিয়ে গেছেন।
১৩০. ইব্‌ন আবী দাউদ (রাহঃ)……… লায়স (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الطهارة
باب فرض مسح الرأس في الوضوء
129 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: ثنا أَبِي وَحَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ لَيْثٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ حَتَّى بَلَغَ الْقَذَالَ. مُؤَخَّرُ الرَّأْسِ مِنْ مُقَدَّمِ عُنُقِهِ» .
130- حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ لَيْثٍ. فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান