শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৩
নামাযের অধ্যায়
ইকামতের পদ্ধতি
৮২৩। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ)..... আব্দুর রহমান ইব্ন আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ) এক ব্যক্তিকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখেছেন।তাঁর উপর দু’টি সবুজ কাপড় বা দু’টি সবুজ চাদর ছিল।উক্ত ব্যক্তি দেয়ালের প্রান্তে দাঁড়িয়ে এই বলে আযান দিলেনঃ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার আল্লাহু আকবার) যেমনটি আমরা পূর্বের অনুচ্ছেদে বর্ণনা করেছি।তারপর বসে গেলেন এরপর দাঁড়ালেন এবং (আযানের) অনুরূপ ইকামত বললেন।এরপর তিনি (আব্দুল্লাহ ইব্ন যায়দ রা) নবী (ﷺ) এর খিদমতে এসে তাঁকে এ সম্পর্কে বললেন।তিনি বললেনঃ তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছ।(যাও) এ বাক্যগুলো বিলাল (রাযিঃ)-কে শিখিয়ে দাও।
كتاب الصلاة
823 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، أَنَّ عَبْدَ اللهِ بْنَ زَيْدٍ، رَأَى رَجُلًا نَزَلَ مِنَ السَّمَاءِ , عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ , أَوْ بُرْدَانِ أَخْضَرَانِ , فَقَامَ عَلَى جِذْمِ حَائِطٍ فَأَذَّنَ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ عَلَى مَا ذَكَرْنَا فِي الْبَابِ الْأَوَّلِ , ثُمَّ قَعَدَ , ثُمَّ قَامَ فَأَقَامَ مِثْلَ ذَلِكَ , فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ: «نِعْمَ مَا رَأَيْتُ , عَلِّمْهَا بِلَالًا»