শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫৪
নামাযের অধ্যায়
ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে
৮৫৪। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে (বিলাল রা এবং উম্মু মাকতূম রা-এর ব্যাপারে) সন্দেহ করা হয় না। আয়িশা (রাযিঃ) বলেনঃ তাদের উভয়ের (আযানের) মাঝে এতটুকু বিরতি থাকত যে, ইনি (বিলাল রা আযান দেয়ার স্থান থেকে) অবতরণ করতেন এবং তিনি (উম্মু মাকতূম রা) আরোহণ করতেন।
كتاب الصلاة
854 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَشُكَّ. قَالَتْ «وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا مِقْدَارُ مَا يَنْزِلُ هَذَا وَيَصْعَدُ هَذَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান