শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০৪
 নামাযের অধ্যায়
সালাতের ওয়াক্ত
৯০৪। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)..... আতা ইবন আবী রিবাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, একবার জনৈক ব্যক্তি নবী সাঃ -এর নিকট এসে সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইল। তিনি তাকে নিজের সঙ্গে সালাতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন। তিনি ফজরের সালাত জলদি আদায় করলেন, এরপর যুহরের সালাত আদায় করলেন, তখন জলদি করলেন; আসরের সালাতও জলদি আদায় করলেন; তারপর মাগরিবের সালাত জলদি আদায় করলেন; তারপর ই‘শার সালাতও জলদি আদায় করলেন।
এরপর দ্বিতীয় দিন তিনি সমস্ত সালাত বিলম্বে আদায় করলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন ঃ আমাদের এ দু'য়ের মাঝের ওয়াক্তই হল সমস্ত সালাতের পূর্ণ ওয়াক্ত ।
এরপর দ্বিতীয় দিন তিনি সমস্ত সালাত বিলম্বে আদায় করলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন ঃ আমাদের এ দু'য়ের মাঝের ওয়াক্তই হল সমস্ত সালাতের পূর্ণ ওয়াক্ত ।
كتاب الصلاة
904 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، قَالَ: حَدَّثَنِي رَجُلٌ مِنْهُمْ: أَنَّ رَجُلًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ فَأَمَرَهُ أَنْ يَشْهَدَ الصَّلَاةَ مَعَهُ , فَصَلَّى الصُّبْحَ فَعَجَّلَ , ثُمَّ صَلَّى الظُّهْرَ فَعَجَّلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ فَعَجَّلَ , ثُمَّ صَلَّى الْمَغْرِبَ فَعَجَّلَ , ثُمَّ صَلَّى الْعِشَاءَ فَعَجَّلَ , ثُمَّ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا مِنَ الْغَدِ , فَأَخَّرَ ثُمَّ قَالَ لِلرَّجُلِ: «مَا بَيْنَ صَلَاتِي فِي هَذَيْنِ الْوَقْتَيْنِ , وَقْتٌ كُلُّهُ»