শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৯
নামাযের অধ্যায়
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০১৯। আবু বিশর রকী (রাহঃ)......মুজাহিদ (রাহঃ) এই আয়াত وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (“এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে”) প্রসঙ্গে বলেন, 'কুনূত' হল রুকূ, সিজ্দা, বাহু নিচু রাখা এবং আল্লাহর ভয়ে দৃষ্টি অবনত করা।
كتاب الصلاة
1019 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعٌ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ مُجَاهِدٍ، فِي هَذِهِ الْآيَةِ {وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] قَالَ: «مِنَ الْقُنُوتِ الرُّكُوعُ وَالسُّجُودُ وَخَفْضُ الْجَنَاحِ , وَغَضُّ الْبَصَرِ مِنْ رَهْبَةِ اللهِ»