শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬১
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৬১। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আব্দুর রহমান ইব্ন ইয়াযীদ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, একবার আব্দুল্লাহ (রাযিঃ) হজ্জব্রত পালনের জন্য গেলেন।আলকামা (রাহঃ) আমাকে তাঁর সঙ্গে থাকার জন্য নির্দেশ দিলেন।মুযদালিফার রাতে যখন ফজর উদিত হল তখন তিনি বললেন, ইকামত বল! আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমি তো আপনাকে কখনও এ সময় সালাত আদায় করতে দেখিনি।তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এই দিনে এই স্থানে এই সালাত এই সময়ই আদায় করতেন।আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, ওই দুই সালাত সংশ্লিষ্ট ওয়াক্ত থেকে সরিয়ে আদায় করা হয়।মাগরিবের সালাত যখন লোকেরা মুযদালিফায় এসে যায় এবং ফজরের সালাত ফজর উদিত হওয়ার সাথে সাথেই আদায় করা হয়।আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এভাবেই করতে দেখেছি।
كتاب الصلاة
1061 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ يَقُولُ: حَجَّ عَبْدُ اللهِ , فَأَمَرَنِي عَلْقَمَةُ أَنْ أَلْزَمَهُ. فَلَمَّا كَانَتْ لَيْلَةُ مُزْدَلِفَةَ , وَطَلَعَ الْفَجْرُ , قَالَ: أَقِمْ فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ , إِنَّ هَذِهِ السَّاعَةَ , مَا رَأَيْتُكَ تُصَلِّي فِيهَا قَطُّ. فَقَالَ: " إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ لَا يُصَلِّي يَعْنِي هَذِهِ الصَّلَاةَ , إِلَّا هَذِهِ السَّاعَةَ فِي هَذَا الْمَكَانِ , مِنْ هَذَا الْيَوْمِ. قَالَ عَبْدُ اللهِ: هُمَا صَلَاتَانِ تُحَوَّلَانِ عَنْ وَقْتِهِمَا , صَلَاةُ الْمَغْرِبِ بَعْدَمَا يَأْتِي النَّاسُ مِنْ مُزْدَلِفَةَ , وَصَلَاةُ الْغَدَاةِ , حِينَ يَنْزِعُ الْفَجْرُ , رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)