শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৮
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৮৮। সুলায়মান ইব্‌ন শু'আইব (রাহঃ)...... আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আবু বাকর (রাযিঃ) ফজরের সালাত আদায় করলেন। তিনি (তাতে) সূরা আলে ইমরান পাঠ করেন। লোকেরা বলল, সূর্য উদিত হওয়ার উপক্রম হয়ে পড়ল। তিনি বললেন, যদি উদিত হয়ে যায় তাহলে তোমরা আমাদের গাফিল পাবে না।
كتاب الصلاة
1088 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: صَلَّى بِنَا أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةَ الصُّبْحِ , فَقَرَأَ بِسُورَةِ «آلِ عِمْرَانَ» فَقَالُوا قَدْ كَادَتِ الشَّمْسُ تَطْلُعُ فَقَالَ: «لَوْ طَلَعَتْ لَمْ تَجِدْنَا غَافِلِينَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান