শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯২
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৯২। আবুদ দারদা হাশিম ইবন মুহাম্মাদ আনসারী (রাহঃ)...... আব্দুর রহমান ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা ইবন মাসউদ (রাযিঃ)-এর সঙ্গে সালাত আদায় করতাম। তিনি ফজরের সালাত ফর্সা করে আদায় করতেন।
বস্তুত আমরা এই হাদীস দ্বারা বুঝতে পেরেছি যে, আব্দুল্লাহ্ (রাযিঃ) ফর্সা করতেন। এতে তো আমরা জানতে পারলাম যে, সালাত থেকে তার অবসর গ্রহণ সেই সময় হত। কিন্তু এই সমস্ত হাদীসে এ কথার উল্লেখ নেই যে, তিনি কোন সময় তা আরম্ভ করতেন। সুতরাং আমাদের মতে এটা অন্য সাহাবাদের থেকে বর্ণিত রিওয়ায়াতের ন্যায়ই হবে এবং আল্লাহ্ উত্তমরূপে জ্ঞাত। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগেও এমনটি করতেন।
كتاب الصلاة
1092 - حَدَّثَنَا أَبُو الدَّرْدَاءِ هَاشِمُ بْنُ مُحَمَّدٍ الْأَنْصَارِيُّ , قَالَ: ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فَكَانَ يُسْفِرُ بِصَلَاةِ الصُّبْحِ فَقَدْ عَقَلْنَا بِهَذَا أَنَّ عَبْدَ اللهِ كَانَ يُسْفِرُ , فَعَلِمْنَا بِذَلِكَ أَنَّ خُرُوجَهُ مِنْهَا كَانَ حِينَئِذٍ , وَلَمْ يَذْكُرْ فِي هَذِهِ الْأَحَادِيثِ دُخُولَهُ فِيهَا فِي أَيِّ وَقْتٍ كَانَ , فَذَلِكَ عِنْدَنَا وَاللهُ أَعْلَمُ عَلَى مِثْلِ مَا رُوِيَ عَنْ غَيْرِهِ مِنْ أَصْحَابِهِ. وَقَدْ كَانَ يُفْعَلُ أَيْضًا مِثْلُ هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান